বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিংঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন (বাদল)সহ সকল নেতৃবৃন্দ। সোমবার বিকালে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, সোমবার সকালে ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী লঞ্চ অন্য একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।