কুষ্টিয়ার মিরপুরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১শ’ ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে কুষ্টিয়া র্যাব-১২’র সদস্যরা উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ টুটুল হোসেন (২২) ও তৌফিক রানা সিয়াম (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ।
আটককৃত মাদক ব্যবসায়ী টুটুল হোসেন জেলার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়ার হয়রত আলীর ছেলে অপর মাদক ব্যবসায়ী তৌফিক রানা সিয়াম একই ইউনিয়নের ছিলিমপুর গ্রামে মাসুদ রানার ছেলে ।
এসময় তাদের কাছ থেকে ১শ’ ১৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামীদেরকে পুলিশে সোপর্দ করা হয়।