গতকয়েকদিন ধরে গাইবান্ধার জেলার গাইবান্ধা সদর,সুন্দরগঞ্জ,সাঘাটা,ফুলছড়ি,বোনার পাড়া,পলাশবাড়ী,গোবিন্দগঞ্জ, পৌরসভা সহ ১৭ ইউনিয়নে বায়ার ক্রপসায়েন্স লি: এর উদ্যোগে ১৬০০ কৃষক পরিবারের হাতে উন্নত জাতের হাইব্রীড ধান বীজ তুলে দেওয়া হয় ।
বায়ার ত্রুপসায়েন্স লিঃ এর কৃষি কর্মকর্তা সুজন সরকারের তত্ত্বাবধানে এই বীজ বিতরণ করা হয়। এ সময় গাইবান্ধা জেলার সকল কৃষি কমকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল কৃষকদের উদ্দেশ্য বায়ার কৃষি কমকর্তা সুজন সরকার বলেন,এই করোনা মহামারী পরিস্থিতিতে বায়ার ত্রুপসায়েন্স লিঃ সকল কৃষকদের সাথে আছে,থাকবে। এবং কৃষকদের সবপ্রকার সহযোগিতা করবা হবে।