গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিযুক্ত হওয়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও পাবনার কৃতীসন্তান ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি’কে
শুভেচ্ছা জানিয়েছ,
সিংঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন (বাদল)সহ সকল নেতৃবৃন্দ।
৫ জুলাই ২০২০ তারিখের এক প্রজ্ঞাপনে ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি’কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিযুক্ত করা হয়েছে । তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিযুক্ত হলেন।
ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি ৭ম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস প্রশাসন ক্যাডারের জন্য নির্বাচিত হয়ে ১৯৮৮ সালের শুরুর দিকে সহকারী সচিব হিসেবে শিল্প মন্ত্রণালয়ে যোগ দেন। পেশাগত জীবনে বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. মো. আবু হেনা মোস্তফা কামাল কর্মজীবনে শিল্প মন্ত্রণালয়, স্পেশাল অ্যাফেয়ার্স বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, মন্ত্রীর একান্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রথমে ভারপ্রাপ্ত সচিব ও পরে সচিব পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি বৃহত্তর পাবনা জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শুভেচ্ছা বার্তায়, সিংঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন (বাদল) এর পক্ষ থেকে পদোন্নতি পাওয়ার তার ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতা কামনা করা হয়।