কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামের মোঃ কালু মন্ডলের ছেলে মোঃ আনিচুর রহমান সোহান (৪৫) নিজ বসত বাড়ি সংলগ্ন মুদি দোকানের সামনে একই এলাকার, মোঃ জাহিদুল ইসলাম জাদুর লোকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানদার আনিচুর রহমান সোহান পিতাঃ মোঃ কালু মন্ডল এর উপর লাঠিসোটা দিয়ে হামলা শুরু করেন এবং দোকান ঘর লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করে।
এমন অবস্থায় কালু মন্ডল সহ কয়েক জন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ সময় উপস্থিত এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে, মোঃ লাবলু বলেন,
এই জাদু মাদক ব্যবসা থেকে শুরু অস্ত্র চাঁদাবাজিসহ সব ধরনের অপকর্ম চালিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে।
কিন্তু জাহিদুল ইসলাম জাদু সমস্ত অভিযোগ মিথ্য বলে জানান সাংবাদিকদের কাছে।
তিনি আরও বলেন রাজনৈতিকভাবে তারা আমার প্রতিপক্ষ হওয়ায় বার বার আমাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছিলো এবং সেটা একনো করছে এ পর্যন্ত সমস্ত মামলার রায় আমার পক্ষে হয়েছে এবং আদালত সব মিথ্যা মামলা থেকে আমাকে অব্যহতি দিয়েছেন এবং গতকালকের মারমারিতে আমার পাঁচ জন লোক গুরতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
এমন অবস্থায় এলাকার সাধারণ জনগণ বলেন এই দ্বিধাদ্বন্দের একটি চিরস্থায়ী সমাধান এর মধ্য দিয়ে এলাকাতে আবার শান্তি ফিরে আসুক এজন্য দৌলতপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তারা।
আন্যদিকে মারামারি হওয়ার পর থেকেই এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।