কুষ্টিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার বেসরকারী সংস্থা দিশার উদ্যোগে এই কম্পিউটার প্রদাণ করা হয়।
দিশা সংস্থার প্রধান নির্বাহী পচিালক মো: রবিউল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আনসারীর হাতে এই কম্পিউটার তুলে দেন।
মানবিক কল্যানে দিশা নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দিশা সংস্থার প্রধান নির্বাহী পচিালক মো: রবিউল ইসলাম বলেন, আজকে কুষ্টিয়ার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করতে পেরে আমাদের বেশ ভালো লাগছে। এই কম্পিউটারের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যদান ও শিক্ষাসহায়তা হিসেবে অনেকে উপকারে আসলেই কেবল এই মহতি কাজ স্বার্থক হবে।
এসময় সংস্থার উর্দ্ধতন কর্মকর্তা দিশার উপ-পরিচালক এম এ ওয়ারেশ, উপ পরিচালক (অর্থ) মোঃ জাহিরুল ইসলাম, দিশা সংস্থার কর্মকর্তা সুমন মেহেদী উপস্থিত ছিলেন।