করোনা পরিস্থিতিতে ব্যাক্তিগত অর্থায়নে পরিচালিত ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে প্রায় ৩শ’ জনকে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসাবে প্রদান করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ সদস্য এ্যাডঃ আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি।
বৃহস্পতিবার সকালে বোয়ালিয়ার শিয়ালা বাজারে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রাণ বিতরণ করেন ।
এসময় বক্তব্যে বাদশাহ্ এমপি বলেন, অসহায়ের ওপর ঝাপিয়ে পড়ার রাজনীতি আমরা করিনা,কাউকে কোন অসহায়ের ওপর ঝাঁপিয়ে পড়তেও দেবোনা। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশে কোন বিএনপি থাকবে না বলে কড়া হুশিয়ারি দেন এমপি বাদশাহ্। শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র উদাহরণ টেনে বাদশাহ্ এমপি বলেন,মিরপুর থেকে শেরপুর- কোদালীয়া- আড়িয়া-নাটনা পাড়া-শিয়ালা- আদাবাড়িয়া- ডাং-প্রাগপুর পর্যন্ত চওড়া সড়ক হবে। দৌলতপুরে এখনও ২০০ কিলোমিটার সড়কের প্রয়োজন বলেও উল্লেখ করেন বাদশাহ্ এমপি।