কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুলিশের অভিযানে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুরের মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৫২) কে গাঁজাসহ আটক করেছে।
আটকৃত’র বিরুদ্ধে মামলা হয়েছে। থানা সূত্রে জানান মিরপুর থানার ধুবইল ইউনিয়নের সিংপুর মোরে (১৩-০৭-২০২০) গত সোমবার দুপুরে চেকপৌষ্ট চলাকালিন গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালামের নির্দ্দেশে থানার এস আই রাশেদুল, এস আই আশরাফুল, এসআই ইব্রাহিম ও সঙ্গীয় ফোর্স একত্রে মিরপুর বাজার হতে দৌলতপুর সড়কের সিংপুর ৪ রাস্তার মোর নামক স্থানে চেকপৌষ্টে দায়িত্ব পালন কালিন রেজাউলের গতিবিধি সন্দেহ হলে তার কাছে থাকা ব্যাগ তল্লাসী করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
সে অনেক দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিল বলে ও জানিয়ে পুলিশকে। আটকৃত রেজাউলের বাড়ি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র। এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬’র (১), ১৯’র (ক) ধারায় মিরপুর থানার মামলা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন মাদক ব্যবসায়ীরা সাবধান এ এলাকার মাদকের কোন আলামত ও রাখা হবে না। এখন ও সময় আছে ভাল হয়ে যাও।