রাজবাড়ী হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এর আগে ওই দিন বিকালেই মৃত রেখা বেগম ও তার স্বামী রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক অফিসের অফিস সহায়ক লুৎফর রহমানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
জ্বর ও ঠান্ডা কাশির সাথে শ্বাসকষ্ট বেড়ে গেলে রেখা বেগমকে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দিপক কুমার বিশ্বাস বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।