১৪ জুলাই সকাল ৬ টার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া চাঁনপুর রেলক্রসিং পূর্বপাশে নুড়িতলা নাম রেললাইনের উপরে ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ দেখতে পাই। স্থানীয় কৃষকরা দেখতে পেয়ে শাহাপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন আন্দুলবাড়ীয়ায় শাহাপুর ক্যাম্প আই সি মোঃ সোলাইমান হোসেন ও এএস আই মোঃ হাবিব।
ইনচার্জ সোলাইমান জানান এখনও পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি রেল পুলিশের জি আর পিতে খবর দেওয়া হয়েছে অতিদ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে । খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে অত্র এলাকার উৎসুক জনতা লাশ দেখতে ভিড় জমায়।