দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার থেকে বৈরাগীর চ্বর বাজার পর্যন্ত আর ঐ দিকে সোনাই কুন্ডি বাজার থেকে মাজদিয়াড় প্রর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তাটি ভেঙে যাওয়ার কারনে এই পথে যাতায়াত কারী জনগণের দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত।
প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার জনগণ চলাচল করে। পন্যবাহী /দ্রব্যসামগ্রী / মালামাল নিয়ে চলাচলের জন্য এটি উপযোগী নয় বলে জানিয়েছেন এই পথে চলাচল কারী জনগণ। কৃষি পন্য সামগ্রি / সবজি ফসল নিয়ে পাইকারি বাজারে পৌঁছাতে কৃষকদের অনেক দুর্ভোগে পরতে হয়। কোনো মানুষ অসুস্থ হলে গাড়ীতে নিয়ে যাওয়া কষ্টকর বিষয়।
সকল জনগণের প্রাণের দাবী উক্ত রাস্তাটি মেরামত করে জনগণের চলাচল স্বাভাবিক করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অনুরোধক্রমে এলাকার সকল জনগণ।