আজ ২০ জুলাই, ২০২০ বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া সরকারী কলেজ শাখার সাংগাঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান শাওনের জন্মদিন উপলহ্মে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এই তরুণ ছাত্রনেতা তার জন্মদিন উপলহ্মে করোনার মহামারী এবং মুষল ধারে বৃষ্টি উপেক্ষা করে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান কুষ্টিয়া শহরের বিভিন্ন প্রান্তে, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে পৌঁছে দেন তার ভালবাসার উপহার…এ সময় তিনি আমাদের জানিয়েছেন প্রতিবছরের ন্যায় এ বছর এই করোনা দূর্যোগ আর মূষল ধারে বৃষ্টি উপেহ্মা করে ছিন্নমূল মানুষের মাঝে আমি আমার ভালবাসার উপহার পৌছে দিতে পেরে সত্যিই আনন্দিত, আমি সকলের কাছে দোয়া ও ভালবাসা কামনা করি, সকলের দোয়া ও ভালবাসা নিয়ে অনেকটা পথ পাড়ি দিতে চায়।