প্রায় ৭৪ লাখ চারা রোপণ করে আগের সব রেকর্ড ভেঙেছে বন অধিদফতর চট্টগ্রাম অঞ্চল। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে পুরো চট্টগ্রাম যাতে সবুজে আচ্ছাদিত হয়।
জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলায় চট্টগ্রামের উত্তর ও দক্ষিণে ৭৩ লাখ ৭৫ হাজার চারা রোপণ করা হয়েছে। এরমধ্যে উত্তরে ৩০ লাখ ২৫ হাজার ও দক্ষিণে ৪৩ লাখ ৫০ হাজার চারা রোপণ করা হয়
চলতি মাসে চট্টগ্রামের উত্তর ও দক্ষিণের ১৭টি উপজেলায় চারা রোপণ শেষ হয়েছে। এ কার্যক্রম সরাসরি মনিটরিং করেছে প্রধানমন্ত্রীর দফতর।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীনে রয়েছে রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী, কর্ণফুলী ও পেকুয়া উপজেলা। এছাড়া উত্তর বন বিভাগের অধীনে রয়েছে মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, সন্দ্বীপ ও রাঙ্গুনিয়ার কিছু অংশ।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) মো. বখতিয়ার নুর সিদ্দিকী বলেন, উত্তর বন বিভাগের অধীনে এ বছর ৩০ লাখ ২৫ হাজার চারা রোপণ করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মোজাম্মেল হক শাহ চৌধুরী বাংলানিউজকে বলেন, দক্ষিণ বন বিভাগের অধীনে ৪৩ লাখ ৫০ হাজার চারা রোপণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় ৪ লাখের বেশি চারা রোপণ করা হয়। তবে বেশিরভাগ চারা বনে রোপণ করা হয়েছে।
তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রত্যেক উপজেলায় ২৫ হাজার চারা রোপণ করা হয়। ১০ উপজেলায় ২ লাখ ৫০ হাজার চারা রোপণ করা হয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য শ্রমিকও নিয়োগ দেওয়া হয়েছে।
উত্তর ও দক্ষিণ বন বিভাগের এই দুই কর্মকর্তা জানান, গত দুই মাসে বন বিভাগের ৫ শতাধিক কর্মচারী ছাড়াও শ্রমিক নিয়োগ করে এসব চারা রোপণ করা হয়। এভাবে প্রতিবছর চারা রোপণ করা হলে আগামি কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম সবুজে আচ্ছাদিত হবে।