ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা দুপুর শহীদ নূর আলী কলেজ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ এর ট্রান্সফার্মের তার আগুন লাগায় বিদ্যুৎ লাইনের তার ছিড়ে মাহিন্দ্রা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক নজরুল ইসলাম বলেন”, বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ থাকায়, দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে আছি।আগুন লাগার কথা শুনে বাহিরে গিয়ে দেখি ফায়ার সার্ভিসের আগুন নেভানোর কাজ চলছে।এজন্য ক্ষয়ক্ষতির কিছুটা কম হয়েছে”।
কালীগঞ্জে ফায়ার সার্ভিসের এর কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ বলেন,” অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ আনে।বিদ্যুৎ এর তার ছিড়ে মাহিন্দ্রা গাড়িতে আগুনের সূত্র পাত ঘটে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বেচে গেছে”।