কুষ্টিয়ার কুমারখালীতে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
কুমারখালী এমএন হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় মারা গেছেন। ৭১ বছর বয়সী সিরাজুল ইসলাম কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন।
শুক্রবার সামাজিক দুরত্ব বজায় রেখে এমএন হাইস্কুল মসজিদ প্রাঙ্গনে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত কুমারখালীতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৯ জন এবং বহিরাগত সহ মৃত্যুবরন করেছেন ১০ জন।