দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যানের নামে বিভিন্ন পত্র-পত্রিকায়, দুই মেম্বারের সম্মানীভাতা চেয়ারম্যানের পকেটের শিরোনামে সংবাদ প্রকাশ করায় ১০ নং দৌলতপুর ইউনিয়নের ৯ জন ইউ পি সদস্য ও এক জন সংরক্ষীত মহিলা সদস্য প্রতিবাদ সভা করেন ।
গত সমবার সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ,উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইউ পি সদস্য আব্দুল মান্নান,সাইদুর রহমান,মুক্তার আলী,এনায়েত হোসেন, মুক্তার হোসেন, আব্দুল আজিজ,রশিদুল ইসলাম, হাববুর রহমান, নাসিরুল ইসলাম ও সংরক্ষীত মহিলা সদস্য ফজিলাতুন। পরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া দুই মহিলা সদস্য,মেমজান , ছাপাতন নেছা তাদের ভুল বুঝতে পেরে পুনরায় তারা পরিষদে উপস্থিত হয়ে সকল মেম্বার ও চেয়ারম্যান এর উপস্থিতিতে তারা গনমাধ্যমে জানান, আমদের কিছু ভুল বোঝাবুঝির কারনে বিভিন্ন তপ্তরে চেয়ারম্যান এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে ছিলাম। বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। পরে আমরা বুঝতে পারি আমরা ভুল করেছি তাই ভুল বুঝতে পেরে আজ ১৩/৮/২০ তারিখ পরিষদে উপস্থিতি হয়ছি। সকল ইউ পি সদস্য সহ চেয়ারম্যান এর উপস্থিতিতে ভুল স্বীকার করছি ।
তারা আর জানান আমরা আগের মত চলতে চাই। এ বিষয়ে চেয়ারম্যান মহিউল ইসলাম জানান, দুই জন মহিলা সদস্য তাদের ভুল বুঝতে পেরে আবার ফিরে এসেছে তাদের প্রতি আমার কোন অভিযোগ নাই আমি আমার ১২ জন সদস্য নিয়ে সঠিক ভাবে পরিষদ পরিচালনা করে আসছি সচ্ছতার সাথে বাকি দিন গুলো কাজ করবো।