চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের যোগেশ বাবু ঘাটা সংলগ্ন মুন্সি মিয়ার পুকুর পাড় থেকে ৭০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
সোমবার (১৭ আগষ্ট) সকাল ৫টা ৩০ মিনিটের দিকে
আনোয়ারা থানার এসআই খায়রুজ্জামান, এসআই ইকরামুজ্জামান ও এএসআই রেজাউল করিম মামুনসহ সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো উপজেলার পরৈকোড়া গ্রামের ইদ্রিচ মাস্টারের বাড়ির জামাল আহমদের ছেলে মোঃ আমির হোসেন (৪২), একই ইউনিয়নের ভিংরোল গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে মোঃ নাজিম উদ্দিন(২৭) ও পটিয়া উপজেলার কাশিয়াইশ এলাকার রঞ্জিত দাশের ছেলে অংকুর দাশ (৪৫)।
উল্লোখ্য যে, মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) মামলা রুজু করা হয়েছে।