গাজীপুরের শ্রীপুর উপজেলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রিপন মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সকালে ১০.৩০ মিনিটে দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ধর্ষণ মামলার আসামি রিপন মিয়া শ্রীপুর থানার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছে। ঐ সংবাদের ভিত্তিতে আজ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মিয়া র্যাবের কাছে ধর্ষণের কথা স্বীকার আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গাজীপুরের শ্রীপুর থানাধীন গত ২৩/০৭/২০২০ খ্রিঃ রাত ০২.০০ ঘটিকার সময় ধৃত আসামী পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং ভিকটিমকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে।
এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। ঘটনাটি সে সময় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং ব্যাপকভাবে মিডিয়ায় প্রচার হয়েছিল। এই ধর্ষণ মামলার মূলহোতা র্যাবের হাতে গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে র্যাবের প্রতি আস্থা আরো বৃদ্ধি পেয়েছে
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, উক্ত আসামী বিপুল পরিমান গাঁজাসহ একাধিক বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল বলে ধৃত আসামী স্বীকার করে