কুষ্টিয়া দৌলতপুরের বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম টম আজ সকাল ছয়টায়( বুধবার) সন্ত্রাসী হামলায় শিকার হয় । তিনি তার নিজ বাসভবন থেকে ডাংমড়কা বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে জিয়াউর রহমান টিটু এবং মিজানুর রহমান মিঠু নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর এই হামলা পরিচালনা করেন ।
জানা যায় দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী বাহিনী এই শিক্ষকের কাছে থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল এই টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে তার উপরে এই হামলা পরিচালনা করেন এসময় তার কাছে থাকা নগদ ৩৫০০০ টাকা ছিনতাই করে নেয় এই বাহিনী। ছিনতায়ের সময় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসী বাহিনী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং আহত অবস্থায় শিক্ষক আব্দুল হালিম টমকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে একটি এজাহার দায়ের করা হয়।