কুষ্টিয়ার দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকদের আহ্বানে আয়োজিত মঙ্গলবার ১ সেপ্টেম্বরের বিক্ষোভ সমাবেশটি আবহাওয়ার বৈরিতায় স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে নির্ধারিত দিন ও সময়ের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সাংবাদিকেরা।
অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই বৈরি আবহাওয়ার মধ্যে আগত শিল্পী, সাংবাদিক,মানবাধিকার কর্মী,সমাজকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
মঙ্গলবার সকাল থেকেই দৌলতপুরের প্রায় সর্বত্র ভারি বৃষ্টি দেখা দিয়েছে। বৃষ্টির জলাবদ্ধতায় প্লাবিত হয়েছে সমাবেশের নির্ধারিত স্থান উপজেলা পরিষদ ঈদগাহ মাঠঘাট।
অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমনের অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে খবর প্রকাশের প্রেক্ষিতে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
জানা গেছে, বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের সাথে অংশ নিতে প্রস্তুত ছিলেন প্রচুর সংখ্যক সাধারণ মানুষ।
সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমনের হটকারিতার প্রতিবাদে কয়েক দফা কর্মসূচি পালন করেছে দৌলতপুরের সাংবাদিক সমাজ। মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার না করা হলে নানা কর্মসূচী চলবে বলে জানানো হয়েছে।