মহান মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মহান মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ও জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিংঙ্গাপুর শাখার মোঃ উজ্জ্বল হোসেন (বাদল)সহ সকল নেতৃবৃন্দ।
শনিবার এক শোক বার্তায় মোঃ উজ্জ্বল হোসেন (বাদল) বলেন, আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। মুক্তিযুদ্ধে তার অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।’
জে.কে টিভিকে দেওয়া এক শোক বিবৃতিতে আরও জানান, সিংঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন (বাদল) গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।