কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ ড. ফজলুল হক গার্লস স্কুলের সামনে ট্রাক_ মোটরসাইকেল সংঘর্ষে নিহত (১), স্থানীয় সূত্রে জানা যায় আজ বেলা ১২.১০ মিনিটে ট্রাক ও মোটর সাইকেল উক্ত স্থানে পৌছালে মর্মান্তিক দূর্ঘটনার কবলে পড়ে,এতে ঘটনা স্থলেই রাসেল (১৭), পিতাঃ বাবু, সাংঃ মোসলেম নগর,মহিষকুন্ডি নিহত হন।
স্থানীয় সূত্রে আরও জানা যায় রুবেল এবং রাসেল দুই যুবক ভেড়ামারা থেকে মোটর সাইকেল যোগে মহিষকুন্ডি পথে যেতে ছিল উক্ত স্থানে গেলে ট্রাক তাদের চাপা দেই যাহার নং ছিল যশোর ট ১১-২৭১৫। এতে রাসেল ঘটনা স্থলে প্রাণ হারান এবং রুবেল কে আশঙ্কাজনক অবস্থা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নেওয়া হয়।
বিষয় টি সাংবাদিককে নিশ্চিত করেছেন দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিহত রাসেলের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।