পাবনা জেলার বেড়া উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক,বেড়া উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব, আব্দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ( বৃহস্পতিবার) সন্ধায় ৭ টায় স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।
পাবনার বেড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ও জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিংঙ্গাপুর শাখার মোঃ উজ্জ্বল হোসেন (বাদল)সহ সকল নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক শোক বার্তায় মোঃ উজ্জ্বল হোসেন (বাদল) বলেন, আব্দুল কাদেরের মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। একজন রাজনৈতিক অভিভাবক হারাল। তার অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।’
জে.কে টিভিকে দেওয়া এক শোক বিবৃতিতে সিংঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন (বাদল) গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ, আব্দুল কাদেরের পুত্র আবেদীন কাদের আদর জানান, সপ্তাহ খানেক আগে বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। করোনা শনাক্তের পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউয়ে আনা হয়। গত কয়েকদিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।