কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মেয়েকে সাভার উপজেলার পানপাড়া নামক স্থানে নিয়ে রড দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ স্বামী লিটন আলী বিরুদ্ধে।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে মোঃ ইলিয়াছ আলীর ছেলে লিটন আলী ১২ বছর আগে মোছাঃ জুলেখা আক্তার কে বিবাহ করে। ও তাদের দুইটা সন্তান রয়েছে।
অভিযুক্ত লিটন আলী ঢাকাতে দীর্ঘসময় গার্মেন্টসে চাকরি করতো। আর এক সপ্তাহ আগে মোছাঃ জুলেখাকে গার্মেন্টসে চাকরীর জন্য তার দুই সন্তানসহ ফুসলিয়ে ডেকে সাভার মডেল থানা, পানপাড়া নামক জায়গাটিতে বাসা ভাড়া থাকেন।
সেখানে অবস্থায় থাকা কালীন সময়, বাসার মধ্যে জুলেখা কে রড দিয়ে পিটিয়ে, ইট দিয়ে মুখের বিভিন্ন জায়গায় খত করে দেন।
ভুজালি দিয়ে আঘাত করলে, এমত অবস্থায় স্ত্রী মারা যান। এই অবস্থায় রুমের মধ্যে আটকে রেখে চলে যান স্বামী লিটন আলী।
গত কাল (২৮ সেপ্টেম্বর) ৯ টার সময় মেয়েটিকে রুম এর মধ্য থেকে মৃত বলে শনাক্ত করা হয়। পুলিশ লাশ টি ময়না তদন্ত করতে পাঠান।
ময়না তদন্ত শেষে আজ (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাকান্দি গ্রামে (নিজ এলাকাতেই) দাফন কার্য সম্পন্ন করা হয়।
এদিকে, সাভার মডেল থানায়, ছেলে টির নামে মামলা করা হয়েছে।