বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসেন এর মৃত্যুতে শোক জানিয়েছেন সিংঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন (বাদল)সহ সকল নেতৃবৃন্দ।
উজ্জ্বল হোসেন বাদল শোকবার্তায় বলেন, আ খ ম জাহাঙ্গীর হোসেন ভাই পঁচাত্তর-পরবর্তী গভীর সংকট কালে সাহসিকতার সাথে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ কর্মকাণ্ড নিবিরভাবে সংশ্লিষ্ট ছিলেন।
তার অকাল মৃত্যুতে, জাতি একজন মজিবাদর্শনের মেধাবি, নির্ভীক, জননেতাকে হারালো যে অপূরণীয় শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই বিদ্রোহী আত্মার মাগফেরাত প্রার্থনা করছি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।