দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বাবুর মটর সাইকেল শোভাযাত্রা অুষ্ঠিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ পত্যাবর্তন দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সালাউদ্দিন বাবুর নিজ উদ্যগে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে সোমবার বিকালে বিশাল এক মটর সাইকেল শোভাযাত্রা করেন।
মোটর সাইকেল শোভাযাত্রায় দৌলতপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে সাধারণ মানুষ, নেতা ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন । মোটরসাইকেল শোভাযাত্রাটি ডি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে উপজেলার বিভিন্ন বাজার দিয়ে দৌলতপুর থানার মোড় ঘুরে ও পরে বিভিন্ন ওয়ার্ড পদক্ষিন করে সন্ধার আগে আবার ডি জি এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এসময় ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সালাউদ্দিন বাবু বলেন, ১০শে জানুয়ারিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনেক বাধা বিপত্তির পরেও এদেশের মানুষকে ভালোবাসে এ দেশের মুক্তি কামী মানুষের জন্য নিজের জীবনকে বাজী রেখে দেশের মাটিতে পা রাখেন, যে কারণে পুরো দেশবাশী পুনরায় ফিরে পায় তাদের প্রান। তাইতো এই দিনটিকে বাঙালি জাতি স্বগর্ভে স্বরন করেন।