দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে জাসদের নেতা কাজী আরেফ আহম্মেদ, এ্যাডভোকেট ইয়াকুব আলী সহ ৫ জাসদ নেতার ২২ তম শাহাদত বার্ষিকী আজ ১৬ই ফেব্র“য়ারী।
আজকের এ দিনে দৌলতপুর উপজেলার কালীদাশপুরে জাসদের জন সভায় সন্ত্রীদের ব্রাশ ফায়ারে জাসদের ৫ নেতা কর্মী নিহত হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় দৌলতপুরে মরিচা ফিলিপ নগর শহীদ ইয়াকুব আলী কলেজ চত্বরে ইয়াকুব আলীর কবর জিয়ারত, পুষ্পমালা অর্পন দোয়া ও মিলাদ মহাফিল আলোচনা সভার আয়োজন করা হবে, বলে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান জানান।